শরীয়তপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী শোডাউন
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরে ২ হাজারের অধিক মটর সাইকেল, মাইক্রো ও পিকাপভ্যান নিয়ে নির্বাচনী শোডাউন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত শরীয়তপুরে ১ আসনের এমপি প্রার্থী আলহাজ হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী এর নেতৃত্বে নির্বাচনী প্রচারনায় নির্বাচনী এলাকা শরীয়তপুরের সদর উপজেলা ও জাজিরা উপজেলায় এই মটর সাইকেল শোডাউনটি বের করা হয়।
শরীয়তপুরের সদর উপজেলার আঙ্গারিয়া বাজার নদীর পাড় থেকে মটর সাইকেল শোডাউন টি বের হয়ে শরীয়তপুর জেলা শহর হয়ে জাজিরা উপজেলার পদ্মা সেতুর গোলচত্ত্বর এলাকায় গিয়ে শেষ হয় ।
শরীয়তপুর সদর উপজেলার ও জাজির উপজেলার বিভিন্ন সড়ক অলিগলি প্রদক্ষিণ করে। নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের পথে, বাজার, পাড়ামহল্লা, উৎসবমুখরভাবে ২ হাজার মটর সাইকেল শোডাউন মানুষ ও ভোটারদের নজর কাড়ে । আঙ্গারিয়া বাজার, মনহর বাজার, পালং বাজার, আড়িগাও বাজার, ডোমসারবাজার, শৌলপাড়া, চিকন্দী, লাউখোলা কাজিরহাট বাজার জাজিরা বাজার সহ অনুষ্ঠিত হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ।
পথ সভায় এমপি প্রার্থী আলহাজ্ব হজরত মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী বলেন, এ আসনের মানুষ শান্তি, উন্নয়ন আর ন্যায়ভিত্তিক রাজনীতি চায় ।শান্তিকামি জনগণের ভালোবাসাই আমার শক্তি । ইনশাআল্লাহ আমরা পরিবর্তন আনব শান্তি, ন্যায়, উন্নয়ন ও মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করব । ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল দপ্তর ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করা হবে।
অনুষ্ঠিত এই পাতপাখার মিছিলে অংশ নেন অন্যদের মধ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ কেয়ামত আলী,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া,
ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সহ স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















