শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পত্নীতলায় বৃক্ষরোপণ
- আপডেট সময় : ১৩৮ বার পড়া হয়েছে
“আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি “এই প্রতিপাদ্য নিয়ে মহান স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার( ২৮জুন) পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর কৃষক দলের আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নওগাঁ রোডের ডিভাইডারে বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ -২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ (দুলু)।
এ সময় আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, পত্নীতলা উপজেলা কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, নজিপুর পৌর কৃষক দলের সভাপতি মাহাফুজুল হক (লাইফ), সাধারণ সম্পাদক কামাল হোসেন, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাই চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাবেদ মিজান নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
অতিথিরা বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান পরিবেশ রক্ষার বনায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্র নায়ক ছিলেন তিনি।



















