শালিখায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রস্তাবিত পিপল্স রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (lলেভেল প্লেইং ফিল্ড), ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি আড়পাড়া ফটকি সেতুর উত্তর প্রান্ত থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল পরবর্তী এক সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক এমবি বাকের, মাগুরা -২ আসনের নির্বাচনী পরিচালক ও মাগুরা জেলা শাখার সহ: সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিশ্বাস, শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক নায়েব আলী, শালিখা উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলার বিভিন্ন ইনিয়নের আমির, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে পিপলস রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু, আওয়ামী সরকারের বিচার কাজ দ্রুত সময়ের নিষ্পত্তিকরণ, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত পূর্বক বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জোর দাবি জানান। জিহাদ হাসান শালিখা, মাগুরা ২৬/৯/২৫

















