শাহজাদপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

- আপডেট সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯শে জানুয়ারি) বিকাল ৪টায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম?এ মুহিত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশ জাতির কল্যাণ এবং আরাফাত রহমান কোকোর আত্মোমনাজাত করা হয়। পরে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ ও সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।