শিক্ষকের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগ
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের পার্বতীপুরে দীপু রায় নামে এক শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার হাবড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে, রহস্যজনক কারণে ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও তার বিরুদ্ধে এখনো কোন প্রকার ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
জানা গেছে, হাবড়া ইউনিয়নের বড় মরনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত দীপু (৩৬)। গত তারিখে তৃতীয় শ্রেণির তে ক্লাস নেয়ার সময় শিক্ষার্থীদের সাথে কথা বলার এক পর্যায়ে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে দীপু। ছুটির পর শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে বিষয়টি বললে পরদিন সকালে অভিভাবকসহ স্থানীয় লোকজন ওই বিদ্যালয়ে অবস্থাথা নিয়ে তার শাস্তির দাবী করেন। পরিস্থিত খারাপের দিকে গেলে শিক্ষা অফিস ছাড়াও আশপাশের কয়েক টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ‘ক্লাসে সৃষ্টিকর্তার প্রসঙ্গ উঠলে দীপু স্যার বলেন, ইসলাম ধর্মে আল্লাহ বলে কিছু নাই। মক্কা ও মদিনা শরীফে এখনো মুর্তি আছে মুসলমানরা জানেনা। তারা হজ নয় মূর্তিকে পূজা করে”
এদিকে, ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত শিক্ষক দীপুর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় মুসলমান ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকরা করেছেন সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক দীপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু বলিনি।
বেশ কয়েকদিন অতিবাহিত হলেও অভিযুক্ত শিক্ষক দীপুর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে সাংবাদিকদের কোন সদুত্তর দিতে পারেন নি শেরপুর ভবনাপুর ক্লাস্টারের দায়িত্বপালনকারী সহকরি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসেম আলী।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, বিষয়টি শোনার পর পরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি।



















