শিক্ষার্থীদের আন্দোলন পন্ড করার চক্রান্ত করছে, আব্বাস
- আপডেট সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের কোটা সংষ্কারের আন্দোলন যৌক্তিক ও ন্যায্য। কিন্তু সরকার এরমধ্যে বিএনপিকে জড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলন পন্ড করার চক্রান্ত করছে। কোটা আন্দোলন নস্যাৎ করতে পেছনে সরকার কিছু করছে কি না তা নিয়ে শঙ্কা রয়েছেন মির্জা আব্বাস।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। সরকার পতন করাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তার মতে, শিক্ষার্থীদের কোটা সংষ্কার আন্দোলন ন্যায্য। কিন্তু এ আন্দোলনে বিএনপিকে জড়িয়ে মূল দাবিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে সরকার। কোটা সংস্কারের আন্দোলনকে অন্যদিকে ধাবিত করতে নতুন অপপ্রয়াস ও অপকৌশল।
এই আন্দোলনের ফাঁক দিকে সরকার অন্য কোন চক্রান্ত করছে কি না, দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করছে কি না তা নিয়ে শঙ্কা থেকে যায়।
বিএনপিতে কমিটি বাণিজ্য হয় না দাবি করে মির্জা আব্বাস বলেন, বিএনপিতে কমিটি বাণিজ্য হয় না, এসব প্রশ্ন ঠিক নয়। কাউন্সিল বা কমিটি যাই হবে এসব বিএনপির আভ্যন্তরীণ ব্যাপার।