সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদি

গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০৩:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১০ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এতথ্য জানায়।
হাইকমিশন বার্তায় জানায়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এই শুভেচ্ছা জানান মোদি।
এতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে ঈদ উদযাপন বিশ্বব্যাপী মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।
চিঠিতে বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।