ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার’স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে এবং ময়মনসিংহ আঞ্চলিক অফিসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তিনি বলেন, “এসডিএফ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো গেলে দারিদ্র্য নিরসন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগগুলো মাঠপর্যায়ে আরও বিস্তৃত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সভাপতিত্বে এবং সিএইচএনএফ রাশিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.এ.টি.এম.ফয়জুর রাজ্জাক আকন্দ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা.জুনিয়র তাহের রেনেসা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান,জেলা ব্যবস্থাপক মো.গোলাম মোস্তফা,আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) আহমেদ তাকী তাহমিদ এবং ব্র্যাক ব্যবস্থাপক (স্বাস্থ্য) আল-আমিন প্রমুখ।
তিনানী ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ ও ডা. মেজবাউল মোকার রবিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ প্রতিনিধি, কমিউনিটি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, চিকিৎসা এবং আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

আপডেট সময় :

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার’স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে এবং ময়মনসিংহ আঞ্চলিক অফিসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তিনি বলেন, “এসডিএফ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো গেলে দারিদ্র্য নিরসন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগগুলো মাঠপর্যায়ে আরও বিস্তৃত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সভাপতিত্বে এবং সিএইচএনএফ রাশিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.এ.টি.এম.ফয়জুর রাজ্জাক আকন্দ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা.জুনিয়র তাহের রেনেসা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান,জেলা ব্যবস্থাপক মো.গোলাম মোস্তফা,আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) আহমেদ তাকী তাহমিদ এবং ব্র্যাক ব্যবস্থাপক (স্বাস্থ্য) আল-আমিন প্রমুখ।
তিনানী ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ ও ডা. মেজবাউল মোকার রবিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ প্রতিনিধি, কমিউনিটি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, চিকিৎসা এবং আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।