শেরপুরে আন্ডারপাস ব্রীজের নিচ থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 110.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারের আন্ডারপাস ব্রীজের নিচে দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ ব্যবসা ও দখলদারিত্বে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রইচ উদ্দিন নেতৃত্ব দেন এক বিশেষ উচ্ছেদ অভিযানে।
সরেজমিনে দেখা যায়, ব্রীজের নিচে দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন দোকানপাট, টিনের ঘর, কাঠের স্টলসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ দোকানের কারণে আন্ডারপাস এলাকায় দিনের পর দিন যানজট তৈরি হতো, পাশাপাশি বৃদ্ধি পায় অপরাধীদের আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকি।
অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা একে একে সব অস্থায়ী স্থাপনা সরিয়ে দেন। এ সময় কোনো ধরনের প্রতিরোধের ঘটনা ঘটেনি ।
ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রইচ উদ্দিন বলেন, “সরকারি জায়গায় কতদিন ধরে কারা, কীভাবে দোকান বসিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু উচ্ছেদ করলেই দায়িত্ব শেষ নয়; কারা এ দখলকে প্রভাবিত করেছে তাও তদন্তের আওতায় আনা হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, আন্ডারপাসের নিচে ব্যবসা পরিচালনা শুধু অবৈধই নয়—ঝুঁকিপূর্ণও ছিল। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে চুরি-ছিনতাইয়ের ঘটনাও অতীতে ঘটেছে বলে একাধিক সূত্র দাবি করেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “বছরের পর বছর ধরে কিছু লোক প্রভাব খাটিয়ে জায়গা দখল করে ব্যবসা চালিয়েছে। কেউ মুখ খুললেও নানা ভয়ভীতি দেখানো হতো।”
উচ্ছেদ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান পথচারীরা। তারা মনে করেন, নিয়মিত নজরদারি না থাকায় ব্রীজের নিচে দখলদারী আবার ফিরে আসতে পারে — তাই স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

















