সংবাদ শিরোনাম ::
শেরপুরে তৃতীয় লিঙ্গের একশ’ সদস্য পেলেন জেলা পুলিশের ঈদ উপহার
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৫৩৯ বার পড়া হয়েছে
‘ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মঙ্গলবার (৯ এপ্রিল) সদর থানা প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে তৃতীয় লিঙ্গের প্রায় একশ’ সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম। এসময় তৃতীয় লিঙ্গের মানুষগুলোর খোঁজখবরও নিলেন তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে এস আই খন্দকার সালেহ আবু নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ওসি তদন্ত মো. শফিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আদিল মাহমুদ উজ্জল, সাংবাদিক ও কবি মো. মজিদ রফিক, জেলা তৃতীয় লিঙ্গের সভাপতি নিশি সরকারসহ জেলা পুলিশ ও সদর থানার অফিসারবৃন্দ।