শেরপুরে ভূট্টা ক্ষেত থেকে দুই পা উদ্ধার
- আপডেট সময় : ০৭:০২:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৪৬ বার পড়া হয়েছে
শেরপুরে ভুট্টা ক্ষেত থেকে অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামাশেরিরচর এলাকার ভুট্টা ক্ষেত থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা পা দুটি উদ্ধার করে।
পা দুটি পুরুষ নাকি মহিলার সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, কয়েকদিন আগে কাটা পা দু’টি ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে। বিচ্ছিন্ন পা দু’টিতে পচন ধরেছে।
শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় ডিবি ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন।