শ্রীনগরে মাদক বিরোধী কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী যুব সমাজসেবা সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত করার লক্ষ্যে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির শুরুতে বেলতলী যুব সমাজসেবা সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকগণ বেলতলী জোরা ব্রীজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি বেলতলী গ্রাম ও মাদ্রাসার সম্মুখ দিয়ে সিংপাড়া বাজারে এসে পৌঁছায়। বাজারের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ শেষে র্যালিটি স্কুল মাঠে এসে শেষ হয়। এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
র্যালি শেষে স্কুল মাঠে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় মুরুব্বীসহ ,বেলতলী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বক্তব্যকালে সচেতন মহল মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত বক্তারা বলেন, ”যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার কোনো বিকল্প নেই। মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধে কাজ করব।”
এ সময় যারা বক্তব্য রাখেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— লাভলু, হামিদুল, ড্যানি সাইদুল, ওয়াহিদুল ইসলাম, অ্যাডভোকেট লাভলু মিয়া, রকিবুল হাসান, আব্দুল হালিম রতন , মো. জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন এবং আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





















