শ্রীপুরে বিএনপি নেতা ডা: রফিকুল ইসলাম বাচ্চুর পূজামন্ডপ পরিদর্শন

- আপডেট সময় : ০৮:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৪৪৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা পূজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু। শুক্রবার বিকেলে শ্রীপুর পৌর সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মন্দিরে পুলিশ ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে কোন দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে স্থায়ী করা হবে। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন, আমরা সেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি। জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন আমরা সেই বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখি।
আমরা স্বপ্ন দেখি দেশের প্রতিটি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। বিগত সরকারের আমলে মানবাধিকার বলতে কিছুই ছিলনা।