সংবাদমাধ্যমের চাওয়া তথ্য দিতে বাধ্য যে কোন প্রতিষ্ঠান: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
সংবাদমাধ্যমের চাওয়া তথ্য দিতে বাধ্য যে কোন প্রতিষ্ঠান বাধ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সংবাদমাধ্যম রাইট টু ইনফরমেশন অ্যাক্টকে আরও কার্যকরীভাবে ব্যবহার করতে পারে, সে ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সংবাদমাধ্যম যে ইনফরমেশন চাইবে, যেকোনও প্রতিষ্ঠানতা দিতে বাধ্য থাকবে।
শনিবার (৪ মে) বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের প্রতি আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি। সংবাদমাধ্যম যেন রাইট ইনফরমেশন অ্যাক্টকে আরও কার্যকরীভাবে ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা করা হবে।
রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনও সংবাদমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে, সেটা যেকোনও প্রতিষ্ঠান দ্রুত গতিতে দিতে বাধ্য থাকবে। এ ধরনের মানসিকতা তৈরি করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অরিয়েন্টেশনের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ বিপর্যয়ের সঙ্গে জড়িত বিষয়টি যারা তুলে ধরেন, সেই সাংবাদিকরা আমাদের বন্ধু। যে রিপোর্টার সব তথ্য-উপাত্ত দিয়ে পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন, তাদেরকে আমাদের মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট করা হবে।
সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।