ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সখীপুরে ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের ওপর হামলা, মারধর

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ারের উপর হামলা হয়েছে। গত রোববার দুপুরে ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আতোয়ার ওই ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
ইউপি চেয়ারম্যান আতোয়ার অভিযোগ করেন, ‘আমি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে কাজ করছিলাম।
ইউনিয়ন বিএনপির নেতা–কর্মীরা সংঘবদ্ধ হয়ে কার্যালয়ের ভেতরে ঢুকে আমার এবং কয়েকজন মেম্বারের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
ওরা আমাকে বেধড়ক পিটিয়েছে। আমার পুরো দেহে ব্যাপক কিল ঘুষি মেরেছে। হামলায় আহত হয়ে আমি চিকিৎসা নিচ্ছি।
ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আতোয়ার চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। হামলার ঘটনায় আমাদের দলের কোনো কর্মী জড়িত নন।’ সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সখীপুরে ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের ওপর হামলা, মারধর

আপডেট সময় :

টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ারের উপর হামলা হয়েছে। গত রোববার দুপুরে ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আতোয়ার ওই ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
ইউপি চেয়ারম্যান আতোয়ার অভিযোগ করেন, ‘আমি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে কাজ করছিলাম।
ইউনিয়ন বিএনপির নেতা–কর্মীরা সংঘবদ্ধ হয়ে কার্যালয়ের ভেতরে ঢুকে আমার এবং কয়েকজন মেম্বারের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
ওরা আমাকে বেধড়ক পিটিয়েছে। আমার পুরো দেহে ব্যাপক কিল ঘুষি মেরেছে। হামলায় আহত হয়ে আমি চিকিৎসা নিচ্ছি।
ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আতোয়ার চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। হামলার ঘটনায় আমাদের দলের কোনো কর্মী জড়িত নন।’ সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।