সততা, ত্যাগ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে জনসেবা ও নীতিনিষ্ঠ রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত লুৎফুর রহমান কাজল
- আপডেট সময় : ৯১ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যদি স্বচ্ছতা ও নীতিনিষ্ঠাবান নেতার তালিকা আসে, তখনই যে ক’জন নেতার নাম সামনের সারিতে উঠে আসবে , তাঁদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক এই সংসদ সদস্য (এমপি) তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সততা, ত্যাগ ও জবাবদিহিতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন।
রাজনৈতিক বিশ্লেষক এবং দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের মতে, ক্ষমতার কেন্দ্রে বা বাইরে, লুৎফুর রহমান কাজল সব সময়ই তাঁর রাজনৈতিক জীবনে একটি স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছেন। বিশেষ করে কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকায় রাজনীতি করার সময়ও তাঁর বিরুদ্ধে বড় কোনো আর্থিক বা নৈতিক দুর্নীতির অভিযোগ ওঠেনি।
স্থানীয় এক বিএনপি নেতা মন্তব্য করেন, “আমরা যখন দুর্দিনের রাজনীতি করি, তখন নেতা-কর্মীদের মনোবল ধরে রাখতে একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতার খুব প্রয়োজন। কাজল ভাই (লুৎফুর রহমান কাজল) সেই আস্থার প্রতীক। তিনি প্রমাণ করেছেন, ক্ষমতার রাজনীতিতে থেকেও নীতি ও আদর্শ বিসর্জন দিতে হয় না।”
জনসেবায় আপসহীন ত্যাগ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে নিজেকে নিবেদিত রেখেছেন। বিএনপি’র বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দলীয় পদে থেকেও কক্সবাজারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লবণ চাষী এবং জেলেদের অধিকার রক্ষায় নিরন্তর সংগ্রাম করে চলেছেন।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে কক্সবাজার-৩ আসনের সাধারণ জনগণ ও বিএনপি’র নেতা-কর্মীরা আগামীতে তাঁকেই দলের প্রার্থী হিসেবে দেখতে চান। স্থানীয় নেতা-কর্মীদের মাঝে এমন আলোচনা জোরালো যে, স্বচ্ছতা, ত্যাগ ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসার কারণেই তিনি এই আসনে বিএনপি’র একক ভরসা।
এলাকার একাধিক ভোটার ও তৃণমূলের নেতা-কর্মী একমত হয়ে বলেন, “কাজল ভাই দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর মতো একজন স্বচ্ছ, নীতিনিষ্ঠ ও অভিজ্ঞ নেতাকেই আমরা আগামীতে সাংসদ হিসেবে দেখতে চাই। কঠিন সময়ে তিনি যে সাহস ও নেতৃত্ব দিয়েছেন, তা এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
লুৎফুর রহমান কাজলের এই জনপ্রিয়তা প্রমাণ করে, নীতি ও আদর্শকে পাথেয় করে রাজনীতি করলে জনগণের সমর্থন অর্জন করা সম্ভব—যা আজকের প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক অনুকরণীয় উদাহরণ।





















