সংবাদ শিরোনাম ::
সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ২ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে
বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এরা হচ্ছে, লিন বম ও চেওসিম বম।
গ্রেপ্তারকৃতরা সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম (৫৫) ও কেএনএফ নেতা রোয়ান লিন বম (৫৫)। র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে বান্দরবানে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। আর বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।
কেএনএফের দুই সদস্য গ্রেপ্তারের বিষয়ে বিকেলে বিস্তারিত জানাবে র্যাব-১৫।