ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৫৬ বার পড়া হয়েছে

কর্মসূচি ঘোষণা করছেন নাহিদ ইসলাম

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবির এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়। সরকার পতনের দাবিতে অসহযোগের ডাক দেয়। শনিবার সন্ধ্যায় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করন সমন্বয়ক নাহিদ ইসলাম।

এর আগে দুপুর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে হাজারো মানুষ এসে পৌছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকাল নাগাদ শহীদ জনসমুদ্রে রূপ নেয়।

এর আগে শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচী এবং রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।

শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। নাহিদ বলেন, এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে।

নাহিদ বলেন, আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট-দুর্নীতির বিচার। আমরা জেলের তালা ভেঙ্গে আমাদের ভাইদের আনব। আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্বিলিত মোর্চা গঠন করব। দেশের রূপরেখা ঘোষণা করব। আগামীকাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন হবে।

তিনি আরও বলেন, যদি ইন্টারনেট বন্ধ হয়, কারফিউ জারি হয় আমরা মেনে নেব না। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, এটা জনগণ মানবে না। আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ হবে। আমরা সব গণহত্যার বিচার করব বাংলার মাটিতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা

আপডেট সময় :

 

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবির এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়। সরকার পতনের দাবিতে অসহযোগের ডাক দেয়। শনিবার সন্ধ্যায় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করন সমন্বয়ক নাহিদ ইসলাম।

এর আগে দুপুর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে হাজারো মানুষ এসে পৌছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকাল নাগাদ শহীদ জনসমুদ্রে রূপ নেয়।

এর আগে শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচী এবং রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।

শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। নাহিদ বলেন, এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে।

নাহিদ বলেন, আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট-দুর্নীতির বিচার। আমরা জেলের তালা ভেঙ্গে আমাদের ভাইদের আনব। আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্বিলিত মোর্চা গঠন করব। দেশের রূপরেখা ঘোষণা করব। আগামীকাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন হবে।

তিনি আরও বলেন, যদি ইন্টারনেট বন্ধ হয়, কারফিউ জারি হয় আমরা মেনে নেব না। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, এটা জনগণ মানবে না। আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ হবে। আমরা সব গণহত্যার বিচার করব বাংলার মাটিতে।