ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সরিষাবাড়ীতে নদীর গর্ভে যাচ্ছে মন্দির ও মহাশ্মশান রক্ষার্থে এলাকাবাসীর মানববন্ধন 

গুলজার হোসেন, সরিষাবাড়ী (জামালপুর)
  • আপডেট সময় : ২৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কালী মন্দির এবং মহাশ্মশান ধীরে ধীরে নদীর গর্ভে বিলিন হতে যাচ্ছে। ভাঙন থেকে মন্দির ও মহাশ্মশান রক্ষার জন্য মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রতিবছর নদীর অব্যাহত ভাঙনে কালী মন্দির এবং মহাশ্মশান হুমকির মুখে পড়েছে। অবিলম্বে মন্দির ও মহাশ্মশান রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান এলাকাবাসী।
মানববন্ধনে মন্দির কমিটির সভাপতি প্রবীর কুমার পাল বলেন, নদী ভাঙনের কারণে তাদের মন্দিরের জমিসহ কালী মন্দিরের দুটি ঘর এবং হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্য যেখানে হয় সেই মহাশ্মশান হুমকির মুখে পড়েছে। তিনি নদীর তীরবর্তী মহাশ্মশান রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিনয় কুমার মহন্ত বলেন, নদী ভাঙন রোধে টেকসই পাড় নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
মন্দির কমিটির সহ-সভাপতি আশিক কুমার ভৌমিক জানান, ভাঙন অব্যাহত থাকলে মন্দির এবং হিন্দুদের শেষকৃত্য মহাশ্মশানসহ তাদের সম্পত্তিও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে এলাকার হিন্দু সম্প্রদায়ের ছোট-বড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহিলারাও অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে নদীর গর্ভে যাচ্ছে মন্দির ও মহাশ্মশান রক্ষার্থে এলাকাবাসীর মানববন্ধন 

আপডেট সময় :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কালী মন্দির এবং মহাশ্মশান ধীরে ধীরে নদীর গর্ভে বিলিন হতে যাচ্ছে। ভাঙন থেকে মন্দির ও মহাশ্মশান রক্ষার জন্য মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রতিবছর নদীর অব্যাহত ভাঙনে কালী মন্দির এবং মহাশ্মশান হুমকির মুখে পড়েছে। অবিলম্বে মন্দির ও মহাশ্মশান রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান এলাকাবাসী।
মানববন্ধনে মন্দির কমিটির সভাপতি প্রবীর কুমার পাল বলেন, নদী ভাঙনের কারণে তাদের মন্দিরের জমিসহ কালী মন্দিরের দুটি ঘর এবং হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্য যেখানে হয় সেই মহাশ্মশান হুমকির মুখে পড়েছে। তিনি নদীর তীরবর্তী মহাশ্মশান রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিনয় কুমার মহন্ত বলেন, নদী ভাঙন রোধে টেকসই পাড় নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
মন্দির কমিটির সহ-সভাপতি আশিক কুমার ভৌমিক জানান, ভাঙন অব্যাহত থাকলে মন্দির এবং হিন্দুদের শেষকৃত্য মহাশ্মশানসহ তাদের সম্পত্তিও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে এলাকার হিন্দু সম্প্রদায়ের ছোট-বড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহিলারাও অংশগ্রহণ করেন।