সরিষাবাড়ীতে বিএনপির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ইউনিয়নের পরমানন্দপুর চৌরাস্তা মোড় এলাকায় ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম বলেন, গত ৩ নভেম্বর গোবিন্দপুর বাজারে কেনাকাটার সময় কিছু দুর্বৃত্ত আমার ওপর হামলা চালায়, ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যেপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হলেও একটি মহল রাজনৈতিক ফায়দা নিতে এই অপপ্রচার চালাচ্ছে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা দলের সভাপতি খন্দকার আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম এবং ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। তারা এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















