সংবাদ শিরোনাম ::
সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ’র সহযোগী লাল লিয়ান সিয়াম বম গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে
পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ এর সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১০ এপিল) সকালে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী সংবাদমাধ্যমকে জানান, এ তথ্য জানিয়ে বলেন, রুমা ও থানচি ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় এ পর্যন্ত কেএনএফের মোট ৫৫জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাহাড়ে অভিযান অব্যাহত রয়েছে।