সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ

- আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
আজ সোমবার সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, মাই টিভির জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকীব এবং দৈনিক বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, মনিরুজ্জামান তুহিন, মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্যা, মশিউর রহমান মিন্টু, সাইফুল ইসলাম সাইফ, আরিফুজ্জামান হিমোন, জাকির হোসেন জাকারিয়া, রেজাউল করিম সেলিম, মোঃ শাহ্ জালাল মোল্লা, সেলিম সরদারসহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত শুক্রবার গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি ধারণ করতে গেলে দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ ঘটনায় সারাদেশে সাংবাদিক সমাজের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।