সাদুল্লাপুরে ব্র্যাকের সহস্রাধিক শিক্ষার্থীর মডেল শিক্ষালাভ
- আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্র্যাক মাল্টিগ্রেড একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বলা হয়- এ শিক্ষা কোর্সের আওতায় গত ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত একসেলারেটেড মডেলে ২ হাজার ৬১০ জন ছাত্র-ছাত্রী শিক্ষালাভ করেছে।
গতকাল বুধবার (৮ অক্টোবর) ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেলা সমন্বয়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ব্যবস্থাপক রিতা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, সাদুল্লাপুর প্রেসক্লবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, শিক্ষক ছাইফুল ইসলামসহ অনেকে।
এ বিষয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক রিতা রানী সরকার বলেন, পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা আমাদের এ কর্মসূচির কোর্সে শিক্ষালাভ শেষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অধ্যায়ন করছে।




















