সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে জাবিতে রাতভর কনসার্ট ; ভোগান্তিতে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত লঙ্ঘন করে কর্নসার্ট পরিচালনা করেছে করে মানিকগঞ্চ জেলা সমিতির। ক্যাম্পাসে বহিরাগতের আধিক্যে নানা পড়েছেন শিক্ষার্থীরা, হেনস্তার শিকার হয়েছেন নারী শিক্ষার্থীরা।
রবিবার (১০ নভেম্বর) মানিকগঞ্চ জেলা সমিতি ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ও কনসার্টে এ ঘটনা ঘটে।
এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০ টার পরে প্রোগ্রামের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে প্রোগ্রাম চালালে সমস্যার সম্মুখীন হয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় হেনস্তার শিকার এক নারী শিক্ষার্থী বলেন, আমি গেটে আসর পরও বহিরাগতদের চাপে ভিতরে ঢুকতে পারি না। এক পর্যায়ে কিছু বহিরাগত গেটের বাইরে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে আমার বন্ধুরা টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে আসে। ক্যাম্পাসের এরকম পরিবেশের জন্য আমরা সেফ না।
বহিরাগত প্রবেশের বিষয়ে গার্ডরা বলেন, উপর থেকে আমাদের যে রকম নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেরকম ভাবে কাজ করতেছি। রাত ১০ টার পরও কর্নসার্ট হওয়ার ফলে অনেক বহিরাগতদের প্রবেশ ঘটে এরফলে এত লোকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছি। বহিরাগতদের প্রবেশ ঠেকানোর জন্য শারীরিক ভাবে আমরাও আহত হয়েছি।
সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়ে প্রক্টরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ কর সম্ভব হয়নি।
এর আগে, গত বছরের ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে পড়াশোনা ও প্রশাসনিক কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে ব্যাচ ডে ও পুনর্মিলনী আয়োজনে নিষেধাজ্ঞাসহ সকল প্রকার অনুষ্ঠান রাত ১০টার মধ্যে সম্পন্নের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের উদ্দেশ্যে বলা হয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি তিন বছরে একবার আয়োজন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ব্যাচগুলোর বর্ষপূর্তি (ব্যাচ ডে) কিংবা রিইউনিয়ন (পুনর্মিলনী) অনুষ্ঠান করা যাবে না।
এছাড়া রাত দশটার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পাশাপাশি উক্ত সংগঠনকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে কোন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ৫(ধ) ধারা অনুসারে ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনও প্রকার মাইকিং, ব্যান্ডপার্টি, শোভাযাত্রা, অনুষ্ঠান আয়োজন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন’ এবং ৫(য়) ধারা অনুসারে ‘আবাসিক হলে অন্য কোনো ছাত্র-ছাত্রীর পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হয়, এমন চিত্তবিনোদনের ব্যবস্থা করা যাবে না’ বলে উল্লেখ রয়েছে।