সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক জমি ব্যবসায়ী ব্যক্তি নিহত
- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মোঃ ছাবেদ আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ীর পাশের মদিনানগর জামে মসজিদে এশার নামাজ শেষে বাড়ী যাচ্ছিলেন সাহেব আলী । বাড়ীর কাছাকাছি পৌছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এ সময় সাহেব আলীর ডাক-চিৎকারে এলকাবাসী এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায় । রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত সাহেব আলীর ছেলে মোঃ জয়নাল বলেন, জমি-জমা ব্যবসার কারনে আমার বাবাকে খুন করেছে ,আমার বাবাকে মোবাইলেও হত্যার হুমকি দিয়েছে ।
সিরাজদিখান থানার ওসি ( ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী অনেকে জানিয়েছেন সাহেব আলী জমিজমার ব্যবসা করতো । জমি সংক্রন্ত বিরোধের জেরধরে খুন হতে পারে। বর্তমানে মরদেহটি ঢাকা-মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে।




















