সিলেটের শীর্ষ এসআই খেতাব পেলেন গোলাপগঞ্জের আনন্দ চন্দ্র
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) আনন্দ চন্দ্র ২০২৫ সালের অক্টোবর মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। অপরাধ দমন, মামলা তদন্তে দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাঁর অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার (এসপি) এসআই আনন্দ চন্দ্রের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এসআই আনন্দ চন্দ্র। তাঁর নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বেড়েছে। সহকর্মীদের মতে, তিনি সর্বদা মাঠপর্যায়ে থেকে দ্রুত অপরাধ দমন ও তদন্ত কার্য সম্পাদনে নিবেদিত থাকেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই আনন্দ চন্দ্র বলেন,“ভালো কাজের স্বীকৃতি সবসময় কাজের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। গোলাপগঞ্জের সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষও সবসময় আমাকে সহযোগিতা করেছেন — তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন “চাকরি জীবনে যতদিন আছি, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন,“সিলেট জেলার পুলিশ সুপার মহোদয় প্রতি মাসে কর্মদক্ষ পুলিশ সদস্যদের উৎসাহিত করতে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন। তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ থানার এসআই আনন্দ চন্দ্রকে শ্রেষ্ঠ এসআই হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁর এই অর্জনে আমরা গর্বিত — এটি থানার সব সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
















