সিলেটে কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন, সরবরাহ বন্ধ
- আপডেট সময় : ৪৪৯ বার পড়া হয়েছে
সিলেট শহরে কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনি টানা এক ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর পাঁচটি ফিডারে সিলেট নগরীর আম্বরখানা-১, আম্বরখানা-২ ও বটেশ্বর এবং গোলাপগঞ্জ ও বালাগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জানা গেছে, দাহ্য পদার্থ এয়ার ফিল্টারগুলো হাইভোল্টেজ লাইনের নিচে স্তুপ আকারে রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র বলেছে, এয়ার ফিল্টারে সূর্যের তাপেও আগুন ধরতে পারে।
অথচ ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অংশে ৩৩ কেভি লাইনের নিচে ব্যবহৃত এয়ার ফিল্টার স্তুপ আকারে রাখা ছিল। সকালে বিদ্যুতের ফুলকি এয়ার ফিল্টারে পড়লে আগুনের সূত্রপাত হয়।



















