সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শাহ হিফজুল করীম
- আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। বিএনপি জামায়াত গণধিকার পরিষদ জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশসহ এর বাইরে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক শাহ হিফজুল করীম।
যুক্তরাজ্য থেকে পাঠানো এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বর মাসে দেশে ফিরে তিনি সরাসরি নির্বাচনী মাঠে নামবেন এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের সঙ্গে ঘরে ঘরে যোগাযোগ করবেন। তাঁর ভাষায়, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। জনগণের ভালোবাসাই আমার আসল শক্তি।”
শাহ হিফজুল করীম পূর্বে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, কিন্তু মনোনয়ন না পেয়ে জনগণের দাবিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “আমার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা প্রতিদিনই যোগাযোগ করছেন। সবাই বলছেন, এবার আপনিই এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করুন। জনগণের এই আহ্বানেই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
স্থানিয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহ হিফজুল করীমের স্বতন্ত্র প্রার্থী হওয়া সিলেট-৬ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। তাঁর প্রভাবশালী প্রবাসী সংযোগ এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাঁকে জনভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, শাহ হিফজুল করীমের মাঠে নামা আসন্ন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।
তিনি আশাবাদী কণ্ঠে বলেন, “জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমি সিলেট-৬ আসন থেকে বিজয়ী হয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারব।”


















