ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গতকাল সোমবার রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়নের পর বিএনপির উচ্চ পর্যায় থেকে এড.এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়। তিনি স্থানীয় পর্যায়ে একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন।
এড.এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন নজর সিলেট-৬ আসনের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর মাঠে নামা এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি আনবে।
উল্লেখ্য, সিলেট-৬ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আলোচনায় থাকা একটি গুরুত্বপূর্ণ আসন। এবারও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে উত্তাপ ছড়ানো—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী

আপডেট সময় :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গতকাল সোমবার রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়নের পর বিএনপির উচ্চ পর্যায় থেকে এড.এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়। তিনি স্থানীয় পর্যায়ে একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন।
এড.এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন নজর সিলেট-৬ আসনের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর মাঠে নামা এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি আনবে।
উল্লেখ্য, সিলেট-৬ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আলোচনায় থাকা একটি গুরুত্বপূর্ণ আসন। এবারও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে উত্তাপ ছড়ানো—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।