সুনামগঞ্জ-৪ আসনে ট্রাকের চাবি পেলেন তিমন চৌধুরী
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর–সুনামগঞ্জ সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী তিমন চৌধুরী পেয়েছেন ট্রাক প্রতীক। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে প্রতীকের চাবি তুলে দেওয়া হয়।
প্রতীক পাওয়ার পর তিমন চৌধুরী বলেন, ট্রাক প্রতীক মানে পরিশ্রম, অগ্রগতি আর জনগণের শক্তি। আমি জনগণের ভালোবাসাকে প্রেরণা হিসেবে নিয়ে নির্বাচনে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, সুনামগঞ্জ-৪ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে।
গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতীক পাওয়ার পর থেকেই কর্মীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তারা গ্রামে গ্রামে গিয়ে তিমন চৌধুরীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। পোস্টার, লিফলেট ও ব্যানারে এখন মুখর পুরো এলাকা।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের কাছে তিমন চৌধুরী ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তার নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে তীব্র উত্তাপ। অনেকেই বলছেন, “ট্রাক এবার পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠে তিমন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন প্রধান দুই রাজনৈতিক দলের শক্তিশালী প্রার্থীরাও। ফলে সুনামগঞ্জ-৪ আসনে তিনমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিমন চৌধুরী বলেন, আমি জনগণের সন্তান। আমার রাজনীতি জনগণের অধিকার ও উন্নয়নকে কেন্দ্র করে। সুনামগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে আমি এই ট্রাককে বিজয়ের প্রতীকে পরিণত করব।”
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তিমন চৌধুরীর প্রচারণা আরও জোরদার হবে বলে জানিয়েছেন তার নির্বাচনী টিমের সদস্যরা।

















