ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

মোঃ আবীর হোসেন লিয়ন, সাতক্ষীরা
  • আপডেট সময় : ১২:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এসময় জব্দ করা হয় একটি নৌকাসহ চোরাশিকারীদের ফেলে যাওয়া আনুসঙ্গিক মালামাল। শনিবার ভোর রাত আড়াইটার সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ উক্ত মালামাল জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের গহীন অরন্য থেকে এক দল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ ও কোস্টগার্ডের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়। এ সময় বনবিভাগ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে সুন্দরবেনর ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারীরা সুন্দরবনের ভিতর থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসার সময় বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালায়। এসময় সেখানে থাকা একটি নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন। তবে, এসময় হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট সময় : ১২:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এসময় জব্দ করা হয় একটি নৌকাসহ চোরাশিকারীদের ফেলে যাওয়া আনুসঙ্গিক মালামাল। শনিবার ভোর রাত আড়াইটার সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ উক্ত মালামাল জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের গহীন অরন্য থেকে এক দল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ ও কোস্টগার্ডের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়। এ সময় বনবিভাগ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে সুন্দরবেনর ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারীরা সুন্দরবনের ভিতর থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসার সময় বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালায়। এসময় সেখানে থাকা একটি নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন। তবে, এসময় হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।