স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা বিকাশে পুষ্টির বিকল্প নাই
- আপডেট সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশ গড়তে মেধার বিকাশে পুষ্টির কোন বিকল্প নাই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের নিয়মিত সুষম খাদ্য গ্রহন করতে হয়। খাদ্যে পুষ্টি হলো সুষম খাদ্য গ্রহন করা। পুষ্টি সম্পর্কে যথাপোযুক্ত জ্ঞানের ঘাটতি দুর করতে হলে প্রতিটি পরিবারকে সুষম খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সভাপতির বক্তৃতা একথা বলেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন হয়।
এসময় জেলার পুষ্টি সম্বনয় কমিটির সদস্যবৃন্দ ও পুষ্টির সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি পর্যায় কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সিনয়ির স্টাফ নার্সদের অংশগ্রহনে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ। অনুষ্ঠান সঞ্চালনায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন জেলা সিনিয়র তথ্য অফিসের পক্ষে মোঃ রোস্তম আলী সরকার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মমতা পল্লী উন্নয়ন সং¯’ার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, অনুঘটক এর নির্বাহী পরিচালক মো আনোয়ারুল ইসলাম, পল্লী শ্রীর প্রোগ্রাম অফিসার শাহেজাদী শিরীন, ইএসডিও’র নাইস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জী ও সাংবাদিক সালাহ উদ্দিন আহমেদ সহ প্রমুখ।