হঠাৎ চিকিসৎকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, কিসের আলামত?
- আপডেট সময় : ০৩:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
এক রাতের ব্যবধানে এমন কঠোর কর্মসূচীর পেছনে কলকাঠি কারা নাড়ছে, সেই বিষয়টি অবশ্যই ভাবতে হবে
চিকিৎসাকদের গাফিলতিতে মাঝে মাঝেই রোগীর মৃত্যুর ঘটনা নতুন নয়। এমনি মৃত্যু অনেকেই নিরবে সহ্য করে নেন। আবার কেউ কেউ চিকিৎসকের অবহেলার প্রতিবাদ জানালেই সাধারণ মানুষ তা জানতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ফের রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা নিজেদের নিরাপত্তার দাবি তুলে দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচীর ডাক দেন।
কিন্তু কেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩১ আগস্ট) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের ওপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়।
ডাক্তারদের দাবির অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢামেকসহ সারা দেশের হাসপাতালে আর্মিসহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতাল অপারেশনসহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। এর দায়ভার চিকিৎসকদের ওপর না, প্রশাসনের ওপর বর্তাবে। কারণ তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি।
চিকিৎসকরা তাদের নিরাপত্তার দাবি াবশ্যই করতে পারেন, কিন্তু স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথা কেন?
আনসারাও অবৈধভাবে সচিবালয়ে প্রবেশ করে উপদেষ্টাদের অনেকটা জিম্মি করে দাবি আদায় করে নিতে চেয়েছিলো। যার নেপথ্যের নেতৃত্বে ছিলো একটি স্বার্থান্বেষী মহল।
দেশজুড়ে হাজারো অসুস্থ্য মানুষকে জিম্মি করে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউ কর্মসূচী ঘোষণার পেছনেও কোন ইন্ধন আছে? এক রাতের ব্যবধানে এমন কঠোর কর্মসূচীর পেছনে কলকাঠি কারা নাড়ছে, সেই বিষয়টি অবশ্যই ভাবতে হবে।