হবিগঞ্জের বানিয়াচংয়ে মদ গাঁজা ও ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সাইদুল গ্রেপ্তার

- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সাইদুল হক (৪০) গ্রেফতার হয়েছে। গত শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে বানিয়াচং উপজেলা পরিষদের আর্মি ক্যাম্পের সদস্যরা ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটকের সময় তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবা, আড়াইশ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা কন্ট্রোলার, ১ লিটারের ১ বোতল বিদেশি মদ, ৪টি ফুয়েল পেপার, ৪টি মোবাইল ফোন, ২টি দেশি কেচি এবং ইয়াবা বিক্রির হিসাব খাতা উদ্ধার করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত সাইদুল হক ওই গ্রামের মো. আব্দুল হক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ সকল প্রকার মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিলেন এবং এই মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।
তার বিরুদ্ধে বানিয়াচং থানা ও অন্যান্য থানায় ১৭-১৮টি মামলা রয়েছে, যার মধ্যে ইয়াবা, চুরি ও ছিনতাইয়ের অভিযোগও অন্তর্ভুক্ত। পূর্বে র্যাবের হাতে ১ হাজার পিস ইয়াবাসহ, ডিবি পুলিশ ও বিভিন্ন থানা পুলিশের কাছেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন তিনি।
মাদক ব্যবসার অর্থে নিজ গ্রামে ২০ ফুট উচ্চ দেয়ালঘেরা দুইতলা আলিশান বাড়ি নির্মাণ করেছেন সাইদুল। গত বছরের ৫ আগস্ট বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়লেও অল্প কয়েক মাসের মধ্যেই জামিনে বের হয়ে পুনরায় সক্রিয় হন।
স্থানীয়দের অভিযোগ, তিনি শুধু বানিয়াচং নয়, পাশের আজমিরীগঞ্জ উপজেলাতেও মাদক সরবরাহ করতেন। সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।