সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দি জাপান-স্কয়ার-এপোলোকে ৯০ হাজার টাকা জরিমানা

আবদুল নুর বাবুল, হবিগঞ্জ
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অভিযানে **বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না করা, মানহীন রিপোর্ট প্রদান ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায়ের প্রমাণ** পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে জরিমানা করা হয়—
দি জাপান বাংলাদেশ হাসপাতাল ২০ হাজার টাকা দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার – ২০ হাজার টাকা দি এপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার – ৫০ হাজার টাকা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।