সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে মাদকসহ আটক ৩ জন
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে, হবিগঞ্জ সদর থানা এলাকা হতে ১৫ বোতল আমদানি নিষিদ্ধ Eskuf Cough Syrup, ০১কেজি ৫০০গ্রাম মাদক গাজাসহ ০২জন এবং চুনারুঘাট থানা হতে ০৪ কেজি মাদক গাজাসহ ০১জন মাদক কারবারি আটক”
গত শুক্রবার, হবিগঞ্জ জেলার সদর থানাধীন শায়েস্তানগর, গ্রীন রোড এলাকা হতে কোরিয়ার সার্ভিসে পাচার কালে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ বোতল আমদানি নিষিদ্ধ Eskuf Cough Syrup এবং ০১ কেজি ৫০০ গ্রাম গাজাসহ ০২ জন এবং চুনারুঘাট থানাধীন গোলচত্ত্বর এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে ফাঁকা যায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৪ কেজি মাদক গাজাসহ একজন মাদক কারবারি আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), হবিগঞ্জ। উক্ত ঘটনায় নিকটতম থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।





















