সংবাদ শিরোনাম ::
হাতিরপুলে বহুতল ভবনে অগ্নিকান্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
ঢাকার হাতিরপুল কাঁচাবাজারে ৬ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৩ ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে একইদিন গুলশান-১-এ ‘মেজবান ডাইন’-এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলার খবর পায় তারা।