হার্টে ব্লক রয়েছে অভিনেত্রী সুজাতার
- আপডেট সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে
হার্টে ব্লক ধরা পড়েছে ‘রূপবানখ্যাত’ অভিনেত্রী সুজাতার। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুদিন হাসপাতালের পর্যবেক্ষণে থেকে তিনি বাসায় ফিরেছেন।
এই অভিনেত্রী চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। ডাক্তার জানিয়েছেন তার হার্টে ব্লক রয়েছে। আপাতত কদিনের বিশ্রাম নিয়ে দ্রুত ব্লক অপসারণ করতে হবে।
অভিনেত্রীর পারিবারিক সূত্রের খবর, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতার বিশ্রামের পাশাপাশি ওষুধ চলছে। চেষ্টা করা হচ্ছে ওষুধের মাধ্যমেই ব্লক সরানোর। সেটা না হলে রিং পরাতে হবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তখন ফেসবুকে লেখা হয়, ‘শখিপুর গাজিপুর থেকে একটি সিনেমার শুটিং শেষ করে বাসায় ফেরার পথে শাশ্ব কষ্ট বোধ করে বুকে ব্যাথা অনুভব করায় তাকে ইমারজেন্সিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজাতা ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত, কারণ তার অভিনীত প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে মধ্যে পঞ্চাশটিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র। তিনি ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
শিল্পকলার চলচ্চিত্র শাখায় ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।