হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যা মামলা

- আপডেট সময় : ০৬:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হত্যা-গণহত্যা, নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বুধবার তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম অভিযোগ জমা দেন।
গাজী এম এইচ তামিম সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক আতাউর রহমান সাংবাদিকদের মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনব্যবস্থা চলছে।
বিগত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে চলে যাবার তিনদিনের মাথায় গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন নোবেল জয়ী ড. ইউনূস। এরই মধ্যে বুধবার কলেজ ছাত্র হত্যার অভিযোগ এনে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে গত মঙ্গলবারও আরও একটি হত্যা মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে।
এসব মামলায় আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের আসামী করা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার শিল্পবিষয় উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা নদী বন্দর দিয়ে পালিয়ে যাবার সময় গ্রেপ্তার করা হয়। সিনিয়র আইনজীবীরা বলছেন, পদত্যাগের পর দেশত্যাগী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয়েছে।
আসামীর তালিকায় হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদসহ অনেকেই রয়েছেন।