১০০ কিলোমিটার গতিতে চালক বিহীন ট্রেন চললো ৭০ কিলোমিটার
- আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে
জায়গাটি ঘটনাটি ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায়। তীব্র গতিতে ছুটে চলেছে একটি ট্রেন। থামার কোনো লক্ষণই নেই। থামানোর কোন চালকও নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে চালক ছাড়া ট্রেনের ছুটে চলার এমন ভিডিওই ছড়িয়ে পড়েছে।
চালকবিহীন ট্রেন চলার কারণ বের করতে তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।
বিবিসি বলছে, একটি মালবাহী ট্রেন রোববার জম্মু ও কাশ্মীরের কাথুয়া থেকে পাঞ্জাবের হোসিয়ারপুর এলাকায় ৭০ কিলোমিটার পৌছে যায় কোনো চালক ছাড়াই।
ভারতের রেল বিভাগ বলছে, পাথর সরবরাহের কাজে নিয়োজিত ট্রেনটি পাঞ্জাবের হোসিয়ারপুরের ৫৩ বিশিষ্ট ওয়াগন ট্রেনটি থামানো হয়। এতে কেউ হতাহত হয়নি। চালক ও তার সহকারী কোনো কারণে ট্রেন থেকে নেমে যায়। এরপর এটি আপনা আপনি চলতে শুরু করে।
চলার সময় ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। মোট ৫টি স্টেশন পার করেছে এটি। সতর্কতা পাঠানোর পর ট্রেনটি বন্ধে উদ্যোগ নেওয়া হয়।