দিনাজপুর সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা
২০ বছর পর দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন আড়াই লাখ মানুষের সমাগমের আশা
- আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৭ বার পড়া হয়েছে
আগামী ২৫ জানুয়ারী দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনাজপুর গোর-এ শহীদ ময়দান (বড়মাঠ) এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন শুরু হবে সকাল ১০ টায়। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে ২০ বছর পর বিপুল মানুষের সমাগমে, উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মী সম্মেলনে কমপক্ষে আড়াই লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সহস্রাধিক বাস, ১০ হাজারেরও বেশি মটরসাইকেল নিয়ে কর্মী-সমর্থকরা এখানে আসবেন। এছাড়াও ট্রেন ও যাত্রীবাহী যানবাহনেও আসবেন কর্মী সমর্থকরা। এবারই প্রথম জামায়াতের কর্মী সম্মেলনে নারীরা অংশগ্রহন করবেন। সুশৃঙ্খলভাবে এই কর্মী সম্মেলন সম্পন্ন করতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী মোতায়েন থাকবেন। সোমবার সন্ধ্যায় দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে কর্মী সম্মেলনের সার্বিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক প্রমুখ। মতবিনিময় সভায় কর্মী সম্মেলনের সার্বিক বিষয়ে অবহিত করে কর্মী সম্মেলন সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো ও শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন। মতবিনবময় সভায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক তৈয়ব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক উত্তর বাংলার সম্পাদক মতিউর রহমান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি একরাম তালুকদার, কামরুজ্জামান দৈনিক মানবজমিন প্রতিনিধি কামরুজ্জামান, দৈনিক আমার দেশ প্রতিনিধি মাহবুবুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, দৈনিক গনমুক্তির ব্যুরো প্রধান ও দৈনিক সৃজনীর স্টাফ রিপোর্টার রাজু বিশ্বাস, চ্যানেল ২৪ দৈনিক সমকাল ও বাংলাট্রিবিউন প্রতিনিধি বিপুল সরকার সানি, দেশ রুপান্তর প্রতিনিধি কুরবান আলী, বাংলানিউজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দিনাজপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজিদ আলম শিমুল, সাধারন সম্পাদক বরকত হোসেন আরমানসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, সর্বশেষ ২০০৪ সালে দিনাজপুরে জামায়াতে ইসলামী প্রকাশ্যে এবং বড় পরিসরে কর্মী সম্মেলন করেছিল। প্রায় ২০ বছর পর আবারও ঐতিহাসিক কর্মী সম্মেলন করবে সংগঠনটি। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন।
ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি গ্রহনের কথা জানিয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, একেবারে সুশৃঙ্খলভাবে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে জেলার ১৩টি উপজেলার সহ আশেপাশের জেলাগুলো থেকেও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, সদস্য ও সাধারন মানুষ অংশগ্রহন করবেন।