ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই স্থগিত করেছে নেসকো Logo গাইবান্ধা সদর আসনে মাঠ-ময়দানে নির্বাচনী প্রস্তুতিতে জেলা জামায়াতে ইসলামীর আমীর Logo কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত Logo টেকনাফে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাহত আমিন গ্রেপ্তার Logo জনগণই বিএনপির শক্তি-বিএনপি নেতা ফখরুল ইসলাম Logo আগুনে পুড়ে সর্বস্ব হারানো জুয়েল মিয়ার পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি Logo জুড়ীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষার দাবিতে কুড়িগ্রামে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত Logo কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই

২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

২৪ ঘণ্টা সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে। সরকার প্রধান হিসাবে ড. মুহাম্মদ ইউনূসের চূড়ান্ত। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. ইউনূস বর্তমানে ফ্রান্সে অবস্থান রয়েছেন। আজ বুধবার রাত বা বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন। তারপরই সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। রাষ্ট্রপতির কাছে ১০ থেকে ১৫ জ„নের একটি তালিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে ছাত্র সমন্বয়কদের ফলপ্রসু বৈঠক হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে রাত ১২টার পর ভঙ্গভবন থেকে বেড়িয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ।

তিনি জানান, ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের তরফে যে সরকারের প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা বঙ্গভবন থেকে তারা পেয়েছেন।

রাষ্ট্রপতির ও তিনবাহিনীর প্রধানদের সঙ্গে সমন্বয়কদের বৈঠক : সংগ্রহ

সমন্বয়কবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সম্মানিত শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীম উদ্দিন খান বঙ্গভবনে ছিলেন।

নাহিদ জানান, রাষ্ট্রপতি অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের সম্মান জানিয়েছেন। পাশাপাশি দেশে যে অরাজক পরিস্থিত চলছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সবার প্রতি আহ্বান জানাবো, অভ্যুত্থানকারী ছাত্র-জনতার প্রস্তাবকারী অন্তর্বর্তীকালীন সরকারই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।

এ সময় নাহিদ বলেন, আমরা দেখেছি, বিভিন্নভাবে নাশকতা করা হচ্ছে, পরিকল্পতিভাবে হামলা করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। সবার প্রতি আহ্বান থাকবে এই ধরনের হামলা, লুটপাট বন্ধের।

তারা এসব রুখে দেবেন এবং সংবাদকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দেবেন। যারা গণহত্যায় জড়িত ছিলো, দুর্নীতিতে জড়িত ছিলো তাদের আইনি প্রক্রিয়ায় আনা হবে। কেউ আইন নিজের হাতে তুলে না নিতেও আহ্বান জানান এবং বলেন, আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার

আপডেট সময় :

 

২৪ ঘণ্টা সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে। সরকার প্রধান হিসাবে ড. মুহাম্মদ ইউনূসের চূড়ান্ত। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. ইউনূস বর্তমানে ফ্রান্সে অবস্থান রয়েছেন। আজ বুধবার রাত বা বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন। তারপরই সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। রাষ্ট্রপতির কাছে ১০ থেকে ১৫ জ„নের একটি তালিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে ছাত্র সমন্বয়কদের ফলপ্রসু বৈঠক হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে রাত ১২টার পর ভঙ্গভবন থেকে বেড়িয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ।

তিনি জানান, ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের তরফে যে সরকারের প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা বঙ্গভবন থেকে তারা পেয়েছেন।

রাষ্ট্রপতির ও তিনবাহিনীর প্রধানদের সঙ্গে সমন্বয়কদের বৈঠক : সংগ্রহ

সমন্বয়কবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সম্মানিত শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীম উদ্দিন খান বঙ্গভবনে ছিলেন।

নাহিদ জানান, রাষ্ট্রপতি অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের সম্মান জানিয়েছেন। পাশাপাশি দেশে যে অরাজক পরিস্থিত চলছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সবার প্রতি আহ্বান জানাবো, অভ্যুত্থানকারী ছাত্র-জনতার প্রস্তাবকারী অন্তর্বর্তীকালীন সরকারই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।

এ সময় নাহিদ বলেন, আমরা দেখেছি, বিভিন্নভাবে নাশকতা করা হচ্ছে, পরিকল্পতিভাবে হামলা করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। সবার প্রতি আহ্বান থাকবে এই ধরনের হামলা, লুটপাট বন্ধের।

তারা এসব রুখে দেবেন এবং সংবাদকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দেবেন। যারা গণহত্যায় জড়িত ছিলো, দুর্নীতিতে জড়িত ছিলো তাদের আইনি প্রক্রিয়ায় আনা হবে। কেউ আইন নিজের হাতে তুলে না নিতেও আহ্বান জানান এবং বলেন, আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।