২৪ দিন পর হুইসেল বাজলো যাত্রীবাহী ট্রেনের

- আপডেট সময় : ১২:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবশেষে ২৪ দিন পর মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সারা দেশে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
এদিন মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরুর কথা জানায় রেলভবন। ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যায় ট্রেন।
রেলভবন জানায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে। এই ট্রেনের টিকেট বিক্রিও শুরু হয়েছে সোমবার থেকে। অন্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল।
রেলভবন এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে।
আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকাল ৫টা থেকে সংগ্রহ করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।