২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশের ঘোষণা বিএনপির
- আপডেট সময় : ১০:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং সাজার প্রতিবাদে এ সমাবেশ ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার (২০ এপ্রিল) সমাবেশের বিষয়ে বিএনপির তরফে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ এই সমাবেশের আয়োজক।
এদিকে দেশে কঠিন দুঃসময় চলছে মন্তব্য করে মির্জা ফখরুল (২০ এপ্রিল) বলেন, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এখানে বিচারব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে। অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা লুটপাট চালাচ্ছে। রাজনৈতিক ব্যবস্থাকে ধবংস এবং নির্বাচনী ব্যবস্থাকে উপড়ে ফেলা হয়েছে।
এদিন বিকেলে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে নাগরিক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।