সংবাদ শিরোনাম ::
ঘিওর নদীতে অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট
২ হাজার মিটার পাইপ বিনষ্ট
ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
- আপডেট সময় : ৩২৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ও বালিয়াখোরা ইউনিয়নের নদীতে অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়।জানা যায় ২২/০৩/২০২৫ তারিখ রাত ৯.৩০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা নাগাদ ঘিওর উপজেলার ঘিওর ও বালিয়াখোরা ইউনিয়ন এ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনার নিমিত্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঘিওর কলেজ এর পিছনে স্থাপন করা একটি অবৈধ ড্রেজার এর আনুমানিক ১০০০ মিটার পাইপ এবং বালিয়াখোরা ইউনিয়ন এর সাইংজুরি নামক স্থানে নদীতে স্থাপন করা একটি অবৈধ ড্রেজার এর আনুমানিক ১০০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। কোন আসামীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।মোবাইল কোর্ট পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও)এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন।



















