অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠক

- আপডেট সময় : ০৮:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
ব্যবসায়ীদের উজ্জীবিত করা, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ, অর্থপাচার, হত্যার বিচার এবং দুর্নীতিবিরোধী অভিযান শুরু ইত্যাদি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে। বৃস্পতিবার রাতে শপথ গ্রহণের পর সকালে দেশটির সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধা নিবেদন করে সরকারের প্রথম দিনের কাজ শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক হয়।
উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন, ব্যবসাদের উজ্জীবিত ও সুরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জনগণের জীবন-জীবিকার কষ্ট লাঘবে বাজার, অর্থ ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাবে। উপদেষ্টা জানান, সব সেক্টরের সংস্কার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতগুলো দ্রুত সক্রিয় করতে চায়।
বৈঠকে অর্থপাচার নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন, যত রকমের মন্দ অনুশীলনগুলো চিহ্নিত করা এবং সঠিক লোক দিয়ে তা কাজ এগিয়ে নেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এ ঘটনা আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না। এর উত্তর আপনারা দেশবাসী পাবেন। প্রত্যেকটা গুলির ঘটনার আমরা বিচার চাইবো।
এটা যাতে আর না হয়। রিফর্মের জন্য এ রকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের প্রত্যয় ব্যক্ত করেন এই উপদেষ্টা। তাছাড়া সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে। তবে তা কীভাবে সম্পৃক্ত করা হবে, সেই কাঠামো পরে ঠিক করা হবে।