ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে দেশ টিভির সাংবাদিকের উপর দূর্বৃত্তদের হামলা Logo “মাধবপুর থানা কর্তৃক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার” Logo সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা Logo ওয়াইফাই লাইন টানতে বিদ্যুৎ স্পৃষ্ট কাশিয়ানীতে যুবকের মৃত্যু  Logo হবিগঞ্জে সমন্বয়ক মাহাদী সহ চারজনের উপর সন্ত্রাসী হামলা Logo ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান Logo ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত Logo শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ কর্তৃক ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার Logo কুড়িগ্রামে বাড়ির পাশের ভুট্রাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার Logo তিতাসে ৯ ইউনিয়নে বিএনপির কাউন্সিল সম্পন্ন করে আংশিক কমিটি প্রকাশ নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎস 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ব্যবসায়ীদের উজ্জীবিত করা, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ, অর্থপাচার, হত্যার বিচার এবং দুর্নীতিবিরোধী অভিযান শুরু ইত্যাদি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে। বৃস্পতিবার রাতে শপথ গ্রহণের পর সকালে দেশটির সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধা নিবেদন করে সরকারের প্রথম দিনের কাজ শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক হয়।

উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন, ব্যবসাদের উজ্জীবিত ও সুরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জনগণের জীবন-জীবিকার কষ্ট লাঘবে বাজার, অর্থ ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাবে। উপদেষ্টা জানান, সব সেক্টরের সংস্কার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতগুলো দ্রুত সক্রিয় করতে চায়।

বৈঠকে অর্থপাচার নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন, যত রকমের মন্দ অনুশীলনগুলো চিহ্নিত করা এবং সঠিক লোক দিয়ে তা কাজ এগিয়ে নেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এ ঘটনা আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না। এর উত্তর আপনারা দেশবাসী পাবেন। প্রত্যেকটা গুলির ঘটনার আমরা বিচার চাইবো।

এটা যাতে আর না হয়। রিফর্মের জন্য এ রকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের প্রত্যয় ব্যক্ত করেন এই উপদেষ্টা। তাছাড়া সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে। তবে তা কীভাবে সম্পৃক্ত করা হবে, সেই কাঠামো পরে ঠিক করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠক

আপডেট সময় : ০৮:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

 

ব্যবসায়ীদের উজ্জীবিত করা, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ, অর্থপাচার, হত্যার বিচার এবং দুর্নীতিবিরোধী অভিযান শুরু ইত্যাদি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে। বৃস্পতিবার রাতে শপথ গ্রহণের পর সকালে দেশটির সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধা নিবেদন করে সরকারের প্রথম দিনের কাজ শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক হয়।

উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন, ব্যবসাদের উজ্জীবিত ও সুরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জনগণের জীবন-জীবিকার কষ্ট লাঘবে বাজার, অর্থ ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাবে। উপদেষ্টা জানান, সব সেক্টরের সংস্কার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতগুলো দ্রুত সক্রিয় করতে চায়।

বৈঠকে অর্থপাচার নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন, যত রকমের মন্দ অনুশীলনগুলো চিহ্নিত করা এবং সঠিক লোক দিয়ে তা কাজ এগিয়ে নেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এ ঘটনা আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না। এর উত্তর আপনারা দেশবাসী পাবেন। প্রত্যেকটা গুলির ঘটনার আমরা বিচার চাইবো।

এটা যাতে আর না হয়। রিফর্মের জন্য এ রকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের প্রত্যয় ব্যক্ত করেন এই উপদেষ্টা। তাছাড়া সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে। তবে তা কীভাবে সম্পৃক্ত করা হবে, সেই কাঠামো পরে ঠিক করা হবে।