অপপ্রচারের প্রতিবাদ জানালেন গৌরীপুরের বিএনপি নেতা
- আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
বিএনপি ছেড়ে অন্য দলে যোগদান বিষয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ২নং যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. আব্দুস সোবহান সুলতান। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অপপ্রচারের প্রতিবাদ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি তিনি উল্লেখ করেন, ৯ অক্টোবর বাংলাশ ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিট আয়োজিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি দর্শক সারিতেই ছিলাম। সিনিয়র আইনজীবী হিসাবে কথা বলার অনুরোধ করা হয়। যেহেতু সেখানে পিআর পদ্ধতি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছিলো। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করি নাই এবং রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষেও কোনো নেতিবাচক বক্তব্য ছিলো না। সেই অনুষ্ঠানে বার এসোসিয়েশনের বর্তমান পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছি। কোনো রাজনৈতিক দলে যোগদানের বিষয়েও আমি কিছু বলি নাই। এরপরেও এ অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে আমার বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিন আরও উল্লেখকরে বলেন, আমি ছাত্রদলে যোগদান করেছি ১৯৭৯সনে নেত্রকোণা কলেজে। পরে কৃষকদলে রাজনীতি করেছি।পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলাম। বর্তমানে গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শকে লালন করে যাবতীয় রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয় থাকবো। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং যতদিন বেঁচে থাকবো ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিএনপির রাজনীতি করবো, ইনশাল্লাহ। #
মশিউর রহমান কাউসার গৌরীপুর, ময়মনসিংহ।

















