অবৈধভাবে ওয়াক্ফ জমি দখলের পায়তারা বাধা দিলে হুমকি দিচ্ছে!
- আপডেট সময় : ৭১ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার পৌর এলাকার কমলাপুর হালিমা গার্লস স্কুল অ্যাণ্ড কলেজসংলগ্ন হাজী আব্দুল জব্বার মিয়া ওয়াক্ফ এষ্টেটের জমি মো. আজাদ পাটোয়ারী জবরদখলের চেষ্টা করছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। উক্ত এষ্টেটের কিছু খালী জায়গা আছে যেখানে মো. আজাদ পাটোয়ারী বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে বিভিন্ন প্রকার গাছপালা রোপন করেছে। উক্ত এষ্টেটের মোতওয়াল্লীর পরিবারবর্গ গাছ রোপনে বাধা দিতে গেলে তাদেরকে হুমকি দিচ্ছে। এজন্য বর্তমানে এষ্টেটটি হুমকির মুখে পড়ে আছে। গত ৭ এপ্রিল উক্ত এষ্টেটের মোতওয়াল্লীর আবেদনে পুলিশ সুপার একজন পুলিশ কর্মকর্তাকে পাঠান এবং তিনি তাৎক্ষনিক ঐ এষ্টেটে গিয়ে দেখে মো. আমজাদ পাটোয়ারী আব্দুল জব্বার মিয়া ওয়াক্ফ এষ্টেটের জমিতে গাছ রোপন করছে। তখন ঐ পুলিশ কর্মকর্তা ওয়াক্ফ এষ্টেটের জমিতে না আসতে এবং কোন প্রকার গাছপালা রোপন না করতে বলেন। পরবর্তীতে পুলিশ কর্মকর্তার কথা আমলে না নিয়ে আজাদ পাটোয়ারী পুনরায় গাছ রোপন করে যাচ্ছে । এমতাবস্থায়, বর্তমানে এষ্টেটটি ক্ষতির সম্মুখিন হয়ে পড়ছে। ওয়াক্ফ প্রশাসক মহোদয় যদি জরুরী ভিত্তিতে এই জবর দখলের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নেন তাহলে এক সময় এষ্টেটটি পুরোপুরি বেদখল হয়ে যাবে। আইন নিজের হাতে তুলে নিয়ে পেশীশক্তিবলে কেউ যাতে এষ্টেটের জমিতে অবৈধ পন্থায় গাছ রোপন না করতে পারে এবং একারণে জীবন হানীকর কোন দুর্ঘটনা না ঘটে তজ্জন্য আইন শৃঙখলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।



















