অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলের ওপর নিপীড়ন করা হচ্ছে: ফখরুল

- আপডেট সময় : ০৫:২৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি। তাতে মির্জা ফখরুল বলেন, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ফখরুল বলেন, অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্ত ও নাজেহাল করা হচ্ছে। এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়।