অভিন্ন স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: পেন্টাগন
- আপডেট সময় : ০১:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে পারস্পরিক মূল্যবোধ ও অভিন্ন স্বার্থসংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। জানালেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটি জানান।
সাংবাদিক বলেন, বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখে? এ ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে কি?
জবাবে মেজর জেনারেল রাইডার বলেন, আপনি জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। আমরা পারস্পরিক মূল্যবোধ ও অভিন্ন স্বার্থে কাজ করার জন্য উন্মুখ। যেমন একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা কাজ করব। এখন নির্দিষ্ট করে এ ধরনের সহযোগিতা বা যোগাযোগের বিষয়ে বলার মতো কিছু নেই।
তিনি বলেন, যেহেতু এটি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত, আমরা আশা করব বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত হবে এবং যেকোনো ধরনের সহিংসতা এড়ানো যাবে।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যেকোনো প্রশ্নের জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার আহ্বান জানাই।অভিন্ন স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।